তারেক রহমানের গ্রেপ্তারের দাবিতে ভোলা সরকারি কলেজে বিক্ষোভ

তারেক রহমানের গ্রেপ্তারের দাবিতে ভোলা সরকারি কলেজে বিক্ষোভ

0
907

আমজাদ মমিন/ভোলা নিউজ ২৪ ডটনেটঃআজ সকালে কলেজ ছাত্রলীগ কলেজ ক্যাম্পাসে বিক্ষব মিছিল বের করে।বিক্ষব মিছিল টি পুরো ক্যাম্পাস ঘুলে  কলেজ চত্তরে এসে শেষ হয়। ভোলা সরকারি কলেজ ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন কিরনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল টি পুরো ক্যাম্পাস জুড়ে প্রদক্ষিন করে। এ সময় আরো উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোকাম্মেল হোসেন আরিফ,মোঃ হাসিব,মোঃ শুভ,কবি নজরুল হল ছাত্রলীগ নেতা মোঃ মাহফুজ, মোঃচিশতি, মোঃতানিম চৌধূরী, মোঃআফনান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

NO COMMENTS

LEAVE A REPLY