কবিতা আমি ধন্য

0
436

এস,আই/সানাউল্লাহ তালুকদার

“””””””’শশীভূষন থানা,ভোলা।”””””””””’
♦♦ ♦♦
রুপের দেশে জন্মেছি, দেখিতেছি আহ্ কি রুপ,
রুপ দেখিয়া কেন রইবো আমি চুপ,

বাংলায় লিখিতেছি ভাষার জন্য দিলো যারা প্রান,
মায়ের ভাষা পাইয়া গাইতেছি বাংলারই গান,

রুপের বাংলা,সোনার দেশ,
বাংলায় দৌড়াই,উড়ছে আমারই কেশ,
লাগছে বেশ,
আহ্ রুপের নাই কোন শেষ।।।
এনে দিলেন যারা এ স্বাধীনতা,
ভুলিবার নয়,ভুলিবো না।
যত দিন থাকিবে এ দেহে আত্মা।।।
আহ্কিস্বাধীন,পেলাম স্বাধীনতার স্বাদ,
বাংলাকে ভালবাসি,সইতে পারিনা বাংলার অপবাদ,

এই সোনার দেশেহতে পেরেছি পুলিশ,
আমি হয়েছি ধন্য,নাইযে আমার কোন আর নালিশ।।

LEAVE A REPLY