ভোলা নিউজ ২৪ ডটনেট ।। প্রতিপক্ষ দলটির নাম অস্ট্রেলিয়া। বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তির দল। লংগার ভার্সন ক্রিকেটে তাদের বিপক্ষে জয় পাওয়া চাট্টিখানি কথা নয়। সেই অসাধ্য সাধন করেছে বাংলাদেশ। ঘরের মাঠে সিরিজের প্রথম টেস্টে স্মিথদের হারিয়ে দিয়েছে তারা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২০ রানের এই জয় বাংলাদেশের ক্রিকেটে নতুন একটি মাইলফলক। তাই এটিকে ঐতিহাসিক সাফল্য বলেছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম।
অস্ট্রেলিয়ার বিপক্ষে এ ম্যাচে একদিন বাকি থাকতেই বাংলাদেশ দারুণ জয় ঘরে তুলে নিয়েছে। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২৬০ রানের জবাবে অস্ট্রেলিয়া ২১৭ রান করলে মুশফিকরা ৪৩ রানের লিড পায়। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ২২১ রান করে প্রতিপক্ষের সামনে ২৬৫ রানের লক্ষ্য দাঁড় করায়। এর জবাবে অস্ট্রেলিয়ার ইনিংস গুটিয়ে নেয় ২৪৪ রানে।
অসাধারণ এই সাফল্যে খুবই উচ্ছ্বসিত মুশফিক। আজ বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটে এটি একটি বিশাল সাফল্য। ঐতিহাসিক সাফল্য বললেও ভুল বলা হবে না। কারণ অস্ট্রেলিয়ার মতো দলকে হারানো খুব একটা সহজ কাজ ছিল না। আমার দৃঢ় বিশ্বাস ছিল জয় আমরাই পাব, শেষ পর্যন্ত পেয়েছিও। দলের সব খেলোয়াড়ের চেষ্টার ফল এটি।’
এখন সিরিজ জয়ের সম্ভাবনাও দেখছেন বাংলাদেশ অধিনায়ক। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমাদের সামনে এখন দারুণ সুযোগ সিরিজ জয়ের। কারণ এমন সুযোগ সব সময় আসবে না। অস্ট্রেলিয়াও এমন চাপে থাকবে না।’
এই জয়ে মুশফিক সবচেয়ে বেশি কৃতিত্ব দিয়েছেন সাকিব-তামিমকে, ‘সত্যি কথা বলতে কি, প্রথম ইনিংসে সাকিব-তামিমের ১৫৫ রানের সে জুটি ম্যাচে বাংলাদেশকে অনেকটাই এগিয়ে দিয়েছে। সে পথ ধরেই এই সাফল্য বাংলাদেশের। দারুণ এই জয় ঘরে তুলতে পারেছে তারা।’