ভোলা নিউজ২৪ডটনেট ।। ডাচ শহর ইউট্রেক্টে একটি ট্রামে বন্দুকধারীর গুলিতে কয়েকজন আহত হয়েছে বলে খবরে বলা হচ্ছে।
ঘটনার পর শহরের পশ্চিমে ট্রাম স্টেশনের কাছে একটি স্কোয়ার ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
তবে পুলিশের একজন মুখপাত্র বলেছেন, ঘটনার পর একটি গাড়িতে করে পালিয়ে গেছে সন্দেহভাজন বন্দুকধারী।
এ ঘটনার সম্ভাব্য সন্ত্রাসীর উদ্দেশ্য সম্পর্কে তদন্ত করছে পুলিশ।
একই সঙ্গে জরুরি প্রয়োজন ছাড়া লোকজনকে বের না হওয়ার জন্যও পরামর্শ দেয়া হয়েছে।
স্থানীয় সময় ১০:৪৫ মিনিটে শহরের ২৪ অক্টোবর স্টেশনের কাছে গুলির ঘটনা ঘটে।
জানা গেছে, বড় রাজধানী না হলেও এখানে বড় সিটি সেন্টার আছে এবং একটি বিশ্ববিদ্যালয় আছে এই শহরে।
ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুতে বলেছেন, গুলির ঘটনার পর সরকার জরুরি বৈঠকে বসেছে।