আলীনগর ইউনিয়নের আক্তার হােসেন মাষ্টার আর নেই

0
309

এইচ আর সুমন।।

ভােলার আলীনগর ইউনিয়নের সাচিয়া গ্রামের খন্দকার বাড়ির আকতার হােসেন মাষ্টার আর নেই।

তিনি চরপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন সহকারি শিক্ষক ছিলেন। গত বৃহস্পতিবার ২৮ ফব্রুয়ারি  রাত পোনে ১০ টায় হৃদযন্তে ক্রিয়া বন্ধ হয়ে তার আলীনগরের সাচিয়া গ্রামের খন্দকার বাড়িতে  ইন্তেকাল করেন।(ইন্নালিল্লাহি ওয়ানিল্লাহির রাজিওন)। মত্যুকালে তার বয়স ছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, তিন মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার দক্ষিণ রতনপুর ফেরদাউস ইসলামিয়া দাখিল মাদ্রাসায় সকাল ১১ টায় জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তার পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।

LEAVE A REPLY