ভোলা নিউজ ২৪ডটনেট।।আম গাছের ডালে ঝুলছে চালতা অবিশ্বাস্য হলেও সত্যি! পটুয়াখালীর দুমকি উপজেলার এক কৃষকের আম গাছে চালতার ফলন হয়েছে। উপজেলার চরবয়েড়া শরীফ বাড়িতে আম গাছের চালতা দেখতে প্রতিনিদিন শত শত মানুষের ভীর লেগে গেছে। খবর পেয়ে সরেজমিন দেখা গেছে, দুমকি-বাউফল সড়কের চরবয়েড়া ৯নং ইউনিটের সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম শরীফ বাড়ির আবদুল বারেক শরীফের মালিকানাধীন একটি আম গাছের মগডালে একটি চালতা ফলেছে।
অবিশ্বাস্য সত্যি ঘটনায় সবাই যেন অবাক। আম গাছেও যে চালতার ফলন হতে পারে এটি তার বাস্তব নির্দশন। তবে এখানে কারো কোন কৃতিত্ব বা কৃত্রিমতা নেই বলে দাবি করেছেন গাছটির মালিক আবদুল বারেক শরীফ।
তিনি বলেন, প্রথমে বারোমাসি আম ভাবলেও আস্তে আস্তে ফলটি বড় হয়ে চালতার আকৃতি পেয়েছে। অলৌকিক ও আশ্চর্যজনক ঘটনার খবর চারিদিকে ছড়িয়ে পরলে দূর-দুরান্তের মানুষও এক নজর দেখতে আসছেন।