আগামী ২২মার্চ পাকিস্তানে ওআইসির ৪৮ তম অধিবেশন

0
10

প্রেস রিলিজ::  বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনার, জনাব ইমরান আহমেদ সিদ্দিকী আজ সন্ধ্যায় ২২-২৩ মার্চ, ২০২২ তারিখে ইসলামাবাদে অনুষ্ঠিতব্য ওআইসি পররাষ্ট্র মন্ত্রীদের ৪৮তম অধিবেশনের আলোচ্যসূচি এবং সম্ভাব্য ফলাফল নিয়ে মিডিয়াকে ব্রিফ করেন। অধিবেশনের সাইডলাইনে রোহিঙ্গা ইস্যুতে এক বিশেষ বৈঠকও অনুষ্ঠিত হবে। হাইকমিশনার ৪৮তম অধিবেশনের বিশেষ তাৎপর্য রয়েছে বলে গুরুত্বারোপ করেন, কারণ পাকিস্তানের স্বাধীনতার ৭৫তম বার্ষিকী একই সময় উদযাপিত হবে। পাকিস্তান এই শুভ অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের স্বাগত জানাতে উন্মুখ। তিনি বলেন, সমস্ত প্রতিনিধি দলের প্রধানকে ২৩ মার্চ ২০২২ তারিখে ঐতিহ্যবাহী ‘পাকিস্তান দিবস প্যারেড’ দেখার জন্য “সম্মানিত অতিথি” হিসাবে আমন্ত্রণ জানানো হবে। ওআইসি গুরুত্ব তুলে ধরে হাইকমিশনার বলেন, ওআইসি জাতিসংঘের পরে দ্বিতীয় বৃহত্তম সংস্থা যেটিতে চারটি মহাদেশে বিস্তৃত ৫৭টি রাষ্ট্রের সদস্যপদ রয়েছে। পাকিস্তান ১.৫ বিলিয়ন মুসলমানদের সম্মিলিত কণ্ঠস্বর, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের প্রতিষ্ঠাতা সদস্য। তিনি আরো বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ১৯৭৪ সালে পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত ২য় ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন। ওআইসি বৈঠকের ঐতিহাসিক প্রেক্ষাপট উল্লেখ করে হাইকমিশনার বলেন, এ পর্যন্ত ১৪টি ওআইসি শীর্ষ সম্মেলন,৭টি বিশেষ ওআইসি শীর্ষ সম্মেলন, ৪৭টি ওআইসি কাউন্সিল অফ ফরেন মিনিস্টারস (সিএফএম) এর সভা এবং ১৭টি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। তিনি আরো বলেন, ৪৮তম অধিবেশনের মূল প্রতিপাদ্য হল “একতা, ন্যায়বিচার এবং উন্নয়নের জন্য অংশীদারিত্ব” যা উম্মাহর মধ্যে ঐক্যের প্রচার, সকল ইসলামিক জনগণের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ওআইসি সদস্য দেশগুলির জন্য অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়নের প্রচারে পাকিস্তানের প্রতি

LEAVE A REPLY