সেন্টমার্টিনে আঘাত হেনেছে মোখা, তীব্র বাতাসের সঙ্গে বৃষ্টি

0
5

ভোলা নিউজ২৪ডটকম।।কক্সবাজারের সেন্টমার্টিনে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মোখা। এর প্রভাবে তীব্র বাতাসের সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে।

রোববার (১৪ মে) দুপুর সাড়ে ১২টার পর থেকে টেকনাফের বাহারছড়া, শামলাপুর ও নোয়াখালীয়াপাড়ায় তীব্র বাতাস ও বৃষ্টির দেখা মিলে। একই সঙ্গে উত্তালু হয়ে উঠেছে সমুদ্র। সাগরের ঢেউ এর উচ্চতা ৪-৫ ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, কক্সবাজার উপকূলে ১০ নম্বর মহাবিপদ সংকেত অব্যাহত রয়েছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বৃদ্ধি পাচ্ছে। দুপুরের পরে তা আর বাড়তে পারে।

সেন্টমার্টিন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, বেলা সাড়ে ১১টা থেকে দমকা হাওয়া বইছে। সঙ্গে বৃষ্টি হচ্ছে। তবে এখনো ঝড় ভয়ংকর আকার ধারণ করেনি। তবে, জানমাল রক্ষায় দ্বীপটির ৩৭ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে ৫ হাজার মানুষ।

দুপুর পৌনে ২টায় সেন্টমার্টিন ইউনিয়ের সাবেক চেয়ারম্যান নুর আহমেদ বলেন, সেন্টমার্টিনে দুপুর থেকে প্রচণ্ড বাতাস হয়ে যাচ্ছে। গাছপালা ভেঙে পড়ছে। তবে পানির উচ্চতা তেমন বাড়ে নাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিজিবি ও স্থানীয় প্রশাসনের সহায়তায় লোকজনকে নিরাপদে আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়ে যাওয়া হয়েছে। এর মাঝেও অনেকে যেতে অস্বীকৃতি জানিয়েছেন। ফলে তাদেরকে বাড়ি থেকে সরানো যায়নি। অনেক অজুহাত দিয়েছেন তাদের একটা ঘর ফলে সেটি ছেড়ে তারা যেতে চান না। এ অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে তাদের তেমনভাবে জোর করা হয়নি।

LEAVE A REPLY