সংসদ ভবন এলাকায় বোমাসদৃশ বস্তু উদ্ধার

0
209

ভোলা নিউজ২৪ডটনেট।। রাজধানীর তেজগাঁও খামারবাড়ী এলাকা থে‌কে বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার দিনগত রাত ১টার পর এ বোমা সদৃশ বস্তুটি দেখতে পায় সেখানে কর্মরত মেট্রোরেল প্রকল্পের কর্মীরা।তারা জানায়, সংসদ ভবনের পাশে মানিক মিয়া এভিনিউয়ের খামারবাড়ী চত্তরে এই বস্তুটি প্রথম দেখতে পান। চত্তরে দায়িত্বরত পুলিশরাও এটি দেখতে পান।বস্তুটি বোমা কিনা নিশ্চিত হতে ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছেছেন পু‌লি‌শের বোমা ডিস‌পোজাল ইউ‌নিট। তারা বস্তুটির কাছে একটি রোবট পাঠিয়েছেন বিষয়টি নিশ্চিত হতে।খামারবাড়ী চত্তরকে ঘিরে রেখেছে পুলিশ। সেখানে গণমাধ্যমকর্মীরাও রয়েছেন।

LEAVE A REPLY