ভোলা থেকে পাচার সরকারি চালসহ ঝালকাঠিতে ব্যবসায়ি আটক

0
973

ঝালকাঠি রিপোর্ট:ঝালকাঠিতে ৪৩ মেট্রিক টন চাল রিলিফের চালসহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম মো. আনোয়ার হোসেন। তিনি ঝালকাঠি শহরের বিসমিল্লাহ চাল আড়ৎ মালিক।মঙ্গলবার (০৮ আগস্ট) শহরের পালবাড়ি এলাকার বাসন্ডা নদীতে একটি কার্গো থেকে তার ব্যবসা প্রতিষ্ঠানে উত্তোলনের সময় এ চাল আটক হয়।
পুলিশ ও জেলা প্রশাসন জানিয়েছে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহাবল থেকে ৩০ কেজি করে আশ্রায়ণ প্রকল্পের হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য এ চাল বরাদ্দ হয় ভোলা জেলায়। সেখান থেকে ঝালকাঠির এ ব্যবসায়ি চালগুলো ক্রয় করে সকালে নিজের আড়তে মজুত করছিলেন।সময় গোপন সংবাদে পুলিশকে সাথে নিয়ে অভিযান চালিয়ে চালসহ ব্যবসায়ীকে আটক করা হয়। বৈধ ভাবে এ চাল ক্রয় করা হয়েছে বলে ব্যবসায়ী দাবী করেছেন। তবে অভিযান পরিচালনাকারী ম্যাজিষ্ট্রেট জানিয়েছেন, এ চাল বাইরে ক্রয় বিক্রয় সম্পূর্ন বেআইনি।তাই ব্যবসায়ির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য চালসহ আটক ব্যবসায়িকে পুলিশে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে চাল ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

LEAVE A REPLY