ভোলায় স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধন

0
309

আদিল হোসেন তপু,ভোলা নিউজ২৪ডটনেট ॥সেবা নিন, সুস্থ্য থাকুন এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে ভোলায় ‘জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯’ এর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ভোলা জেলা প্রশাসক কার্যলয়ের সামনে উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক। জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এসময় গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু।

এসময় আরো উপস্থিত ছিলেন-পুলিশ সুপার মো: মোকতার হোসেন,উপজেলা চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন,সিভিল সার্জেন ড.রথীন্দ্রনাথ মজুমদার,পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মাহামুদুল হক আযাদ,সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ প্রমুখ।
পরে জাতীয় পর্যায়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক ভাবে জাতীয় স্বাস্থ্যসেবা ও জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন লাইভ অনুষ্ঠান উপভোগ করেন।
এসময় সিভিল সার্জেন ড.রথীন্দ্র নাথ জানায়,স্বাস্থ্যসেবার মান উন্নয়নে চিকিৎসকদেরকে গ্রাম থেকে চিকিৎসা দিতে উৎসাহিত করতে সরকার নিরলস চেষ্টা চালাচ্ছে। আমরা ভোলায় জেলায় স্বল্প সংখ্যাক জনবল দিয়ে ২২ লাখ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছি।সরকারি ভাবে জনবল নিয়োগ পেলে আমরা শতভাগ স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারবো বলে জানান। এছাড়াও স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষ্যে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগেনানা কর্মসূচী হাতে নেওয়ার কথা জানান। কর্মসূচীর মধ্যে রয়েছে- র‌্যালি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্য সেবা প্রদান, স্বাস্থ্য বিষয়ক সেমিনার, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, চিকিৎসা সেবায় নৈতিকতা বিষয়ক আলোচনা, স্বাস্থ্য সচেতনতা ও পুষ্টি বিষয়ক আলোচনা অন্যতম।

LEAVE A REPLY