আদিল হোসেন তপু ।। বাল্য বিয়ে প্রতিরোধে কিশোরদের মধ্যে সচেতনাতা বৃদ্ধির লক্ষ্যে কিশোর কাবের সদস্যদের নিয়ে শুরু হয়েছে ক্রিকেট টুর্নামেন্ট। এতে ভোলা সদর উপজেলার ৮ টি ইউনিয়নের কিশোর কাবের সদস্যরা ৮ টি দল অংশ গ্রহন করছে। শুক্রবার বিকালে ভোলা সরকারি স্কুলের মাঠে অনুষ্ঠিত ইউনিয়ন পর্যায়ের খেলার সেমেফাইনাল খেলায় পূর্ব ইলিশা চরসামাইয়া ইউনিয়নে পরাজিত করে ফাইনালে উঠে। একই মাঠে দিনের ২য় খেলায় শিবপুর ইউনিয়ন ৪৩ রানের বিশাল ব্যাবধানে ভেলুমিয়া ইউনিয়নের কিশোর কাবকে পরাজিত করে ফাইনালে উঠে।
ইউনিসেফ এর সহায়তায় কোস্ট ট্রাস্ট এর সমন্বিত শিশু বিবাহ রোধ কর্মসূচি (আইইসিএম) প্রকল্প এই টুর্নামেন্টের আয়োজন করে।সেমেফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন কোস্ট ট্রাস্ট এর (আইইসিএম) প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো: মিজানুর রহমান, সহকারী প্রকল্প সমন্বয়কারী দেবাশীষ মজুমদার, উপজেলা মনিটরিং অফিসার জিয়াউদ্দিন প্রমুখ। আগামী ৪ জুলাই ভোলা গজনবী স্টেডিয়ামে শিবপুর ইউনিয়নের কিশোর কাব ও পূর্ব ইলিশার কাবের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, কিশোরদের মাদক,ইভটিজিং রোধেও বাল্য বিয়ে রোধে কিশোরদের সচেতন করতে এমন আয়োজন করছে আয়োজকরা।