ইমতিয়াজুর রহমান।। গভীর রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে যেতে পারেনি, ইট-পাথরের শহীদ মিনার নেই তো কি হয়েছে। বাড়ির উঠানে নিজ হাতে গড়া কলাগাছের প্রতীকী শহীদ মিনারেই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে ক্ষুদে শিক্ষার্থীরা।
ভোলা সদর কালি বাড়ি রোড ভদ্র পাড়ায় মোঃ ইসরাত ও তার বন্ধুরা মিলে নিজ বাড়ির উঠানে কলাগাছের প্রতীকী শহীদ মিনার তৈরি করেন। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২ টা ১ মিনিটে নিজেদের তৈরি শহীদ মিনারের বেদীতে তারা পুষ্পার্ঘ্য অর্পণ করে তারা। এর আগে বুধবার দিনভর ওই নিজ বাড়ির উঠানে ক্ষুদে শিক্ষার্থীরা তৈরি করে এ শহীদ মিনার।
দেশপ্রেমে উদ্বুদ্ধ কোমলমতি শিক্ষার্থীরা জানায়, রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে না যেতে পেরে তাদের এই পরিকল্পনা। এজন্য নিজেরাই বাড়ির উঠানে কলা গাছে কাগজ মুড়িয়ে প্রতীকী শহীদ মিনার তৈরি করেছে। কলা গাছের শহীদ মিনারে ক্ষুদে শিক্ষার্থীদের শ্রদ্ধাঞ্জলি।
মোঃ ইসরাত এর বাবা মোঃ কিরন বলেন ৩০ লক্ষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আমার ছেলে মেয়েরা নিজ থেকে এ উদ্যোগ নিয়েছে, ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখিয়েছে বাবা হিসেবে এটাই আমার বড় পাওয়া।