বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর নামে চাঁদাবাজি আটক ১

0
661

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী দক্ষিণ জোন, সিজি স্টেশান তজুমুদ্দিনে দীর্ঘদিন বিভিন্ন ঘাটে কোস্ট গার্ডের নামে স্থানীয় জেলেদের কাছ থেকে চাঁদাবাজি করার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তজুমুদ্দিন উপজেলার হজিকান্দি গ্রামের মোঃ সিরাজুল ইসলাম (৩২) পিতাঃ কাঞ্চন এই চাদাঁবাজী করছে । স্থানীয় মাঝি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং চাঁদাবাজ সিরাজের নিজ শিকারোক্তিতে তাকে গত ১৩ ফেব্রুয়ারি আটক করে স্টেশান তজুমুদ্দিন কোস্ট গার্ড বাহিনী। সিরাজ মাঝি সে দীর্ঘদিন কোস্ট গার্ডে মাঝি হিসেবে কর্মরত আছে। এরই সুযোগে সে কোস্ট গার্ডের নাম করে বিভিন্ন ঘাট, মাঝি ও মাছের আড়ৎ থেকে চাঁদা আদায় করত। পরবর্তীতে আটককৃত চাঁদাবাজ সিরাজকে ভ্রাম্মমান আদালতের মাধ্যমে ৫হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাস জেল প্রদান করা হয়। কোস্ট গার্ড বাহিনী নামে চাঁদাবাজিতে বাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন হয়। তাই সুনাম ধরে রাখতে ততপর রয়েছে এই বাহিনীটি।

LEAVE A REPLY