দেশজুড়েহোম বগুড়ায় ইজতেমা শুরু By admin - ডিসেম্বর ২৮, ২০১৭ 0 323 Share on Facebook Tweet on Twitter ভোলা নিউজ ২৪ ডটনেট : বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শুরু হয়। ঢাকার কাকরাইল মসজিদের মুরুব্বি মাওলানা আবদুল মতিন বয়ান করেন। বাদ মাগরিব কাকরাইল মসজিদের মুরুব্বি মাওলানা রবিউল হক আলোচনা করেন। বিশ্ব ইজতেমার সঙ্গে তাল মিলিয়ে ৩ দিনব্যাপী এ আঞ্চলিক ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার এ ইজতেমার জুমার নামাজে ৬ লক্ষাধিক মুসল্লি অংশ নেবেন বলে ইজতেমা ব্যবস্থাপনা কমিটি জানায়। এ ইজতেমায় মালয়েশিয়া, মরক্কো ও সৌদি আরব, চীন, ইন্দোনেশিয়া থেকে মেহমান এসেছেন। বগুড়া শহরতলির ঝোপগাড়িতে ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে ঝোপগাড়ি এলাকায় ইজতেমার আয়োজন করা হয়।