নুসরাতজাহান রাফি’র মৃত্যু

0
478

কবিতা লেখক**
এস,আই/সানাউল্লাহ তালুকদার।
♦♦ ♦♦

মানুষ হতে পারে কত নির্মম,
দেখে দেখে, চেপে আসে দম।

মিলিত হই,কে কোথায় গেলা কই,
করে উঠি হৈ চৈ,
বিবেকের টানে আর কি বৈ
কেমনে থাকি বসে রই,

কত প্রান,কতজন,
কিভাবে আর নিবে কেরে
দেখাই দিয়ে সাক্ষ্য প্রমান,

শিশু,কিশোর,কিশোরী নারী
রক্ষাকবজ,হউক জারি।
রাষ্ট্রীয়ভাবে তারাতারি,

কোথাও কি তারা নিরাপদ,
ঘাটে ঘাটে আপদ,
হিংস্র, দানব,মানুষরুপী কিছু দানব,
সমাজ,রাষ্ট্রীয়ভাবে পাপী।

একের পর এক
ঘটেই যাচ্ছে ঘটনা,
কত সইবো আর শোক,

ফেনির সোনাই গাজী,
সিরাজ উদ্দৌলা,
মাদ্রাসা শিক্ষক, কিসের ভেসে।
দিতেন কত ফর্মূলা,

রাখিল মনে মনে নর পিপাসু পুজি,

প্রতিবাদি,নুসরাত জাহান রাফি,
নর পিপাসু,মামলা নিতে তুলি,
লেলিয়ে,কেরোসিন দেয় ঢালি।
চালাইলো অন্যভাবে লুফি,

প্রতিবাদী, তাজা প্রান।
অগ্নিদগ্ধে, হার মানেনি,
রেখে গেল বিরল এক প্রমান।

সে তো দোষী,
দ্রুত সাক্ষ্য প্রমান নিয়ে করুন বিচার,
চাই যে তার, দোসরের ফাঁসি,

আর কত, যাবে প্রান?
চাই যে এর অবসান।
আমি চাই , বলে যাই,
নারীর জয় গান।।

LEAVE A REPLY