দুর্যোগপূর্ণ আবহাওয়া ভোলার লঞ্চ চলাচল বন্ধ

0
13

ভোলা নিউজ ২৪ডটকম।।দুর্যোগপূর্ণ আবহাওয়া ঢাকার সঙ্গে উপকূলীয় এলাকা ইলিশা-মজুচৌধুরীর হাট, হাকিমুদ্দিন-আলেকজেন্ডার, তজুমদ্দিন-মনপুরা ও বেতুয়া-মনপুরা লঞ্চ চলাচল বন্ধ।

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ভোলায় উত্তাল হয়ে উঠেছে নদী।এই বৈরী আবহাওয়া কারনে দুর্ঘটনা ও  ঝুঁকি এড়াতে ভোলার অভ্যন্তরীণ চার রুটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের লঞ্চ-সি ট্রাক চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বন্ধ ঘোষণা চার রুটগুলো হলো- ইলিশা-মজুচৌধুরীর হাট, হাকিমুদ্দিন-আলেকজেন্ডার, তজুমদ্দিন-মনপুরা ও বেতুয়া-মনপুরা।বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই চারটি রুট ডেঞ্জার জোনের আওতায় থাকায় লঞ্চ ও সি ট্রাক চলাচল বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।সমুদ্র বন্দরে ৩ নম্বর এবং নৌবন্দরে ২ নম্বর সংকেত চলছে বলেও জানান তিনি। এছাড়া জেলার নদ-নদীগুলো উত্তাল থাকায় নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে ছোট ছোট নৌযানকে।

ভোলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. মনির হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় ভোলায় ৫৮ মিলিমিটার বৃস্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পুরো জেলায় ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। নিম্নচাপের প্রভাবে বিরাজমান এ অবস্থা আরও দুদিন থাকবে পারে।

 

LEAVE A REPLY