থাইল্যান্ডে গুহায় আটকে পড়া ১২ কিশোর ফুটবলার ও কোচ সবাই উদ্ধার

0
383

ভোলা নিউজ ২৪ ডটনেট ।। থাইল্যান্ডে গুহায় আটকে পড়া ১২ কিশোর ফুটবলার ও কোচ সবাইকে উদ্ধার করা হয়েছে।

আজ  মঙ্গলবার সকাল থেকে এই নিয়ে সবা্ইকে উদ্ধার করা হয়। দেশটির নৌবাহিনী জানিয়েছে উদ্ধারের পর কিশোরদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সংবাদ মাধ্যম সিএনএন এ তথ্য দিয়েছে।

এর আগে গতকাল রাত পর্যন্ত আটজনকে উদ্ধার করা হয়েছিল। পরে রাতে উদ্ধারকাজে বিরতি দেওয়া হয়।

থাইল্যান্ডের চিয়াং রাইয়ের থাম লুয়াং গুহায় আটকেপড়ার নয় দিন পর গত ২ জুলাই এই ফুটবল দলের খোঁজ পাওয়া যায়। গুহায় ঢোকার পর বন্যার পানিতে আটকে পড়েছিল এই ১৩ জন।

খোঁজ পাওয়ার পর তাদের উদ্ধার করতে আরো কয়েক মাস লাগতে পারে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু বন্যার পানির পরিমাণ কমে আসায় এবং গুহায় অক্সিজেনের পরিমাণও কমতে থাকায় ৮ জুলাই উদ্ধার কাজ শুরু করা হয়।

আটকেপড়া এই কিশোরদের বয়স ১১ থেকে ১৬ বছরের মধ্যে। এরা স্থানীয় মোও পা ফুটবল দলের খেলোয়াড়।

LEAVE A REPLY