তজুমদ্দিন প্রতিনিধি ॥ সদ্য প্রায়াত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অহিদউল্লাহ জসিম স্বরনে শোক র্যালী কর্মসুচি পালন করেছে হোসনেআরা চৌধুরী মহিলা কলেজ শিক্ষক ও ছাত্রীবৃন্ধ।
উপজেলা নির্বাহী অফিসার জালালউদ্দিন এর নেতৃত্বে বেলা ১১টায় কলেজ ক্যাম্পাস থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্তরে এসে শেষ হয়। মরহুম আলহাজ্ব অহিদউল্লাহ জসিম তজুমদ্দিন হোসনেআরা চৌধুরী মহিলা কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন। তার মৃত্যুতে তজুমদ্দিন বাজার ব্যবসায়ীরা ৩ দিনের শোক ঘোষনা করে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারন করে।
            
		












