ঝরবে বৃষ্টি, উপকূলে ৪ নম্বর সংকেত

0
290

ভারতের ওডিশা রাজ্যের গোপালপুরে আজ বৃহস্পতিবার ভোরে ঘূর্ণিঝড় তিতলি আঘাত হেনেছে। প্রায় তিন লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত কেউ হতাহত হয়নি। ওডিশা থেকে দুর্বল হয়ে তিতলি বাংলাদেশের দিকে আসবে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, তিতলির প্রভাবে উপকূলীয়সহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হবে। কাল শুক্রবারও এর প্রভাবে বৃষ্টি হবে। চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারে ৪ নম্বর বিপৎসংকেত দেখাতে বলা হয়েছে।

ভারতের ওডিশা রাজ্য, অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূল ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রয়টার্স প্রতীকী ছবি।ভারতের ওডিশা রাজ্য, অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূল ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রয়টার্স প্রতীকী ছবি।বার্তা সংস্থা এএনআইয়ের খবরে বলা হয়েছে, ঘণ্টায় ১৪০ থেকে ১৫০ কিলোমিটার বেগে তিতলি বয়ে চলেছে। ওডিশার বিভিন্ন এলাকায় গাছ এবং বৈদ্যুতিক খুঁটি উপড়ে গেছে। বিভিন্ন অঞ্চল বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেল চলাচল করছে না। অতিবৃষ্টিতে বিভিন্ন এলাকার রাস্তায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিধস হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী নাভিন পাটনায়েক ঘূর্ণিঝড় তিতলিকবলিত এলাকাগুলোর কালেক্টরদের দ্রুত আটকে পড়া মানুষদের উদ্ধার করার নির্দেশ দিয়েছেন।

ভারতের জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী এর মধ্যেই উদ্ধার কাজে নেমে পড়েছে।

LEAVE A REPLY