চরফ্যাশনে জিব বৈচিত্র রক্ষায় ৫০হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে দিয়েছে কোস্টগার্ড

0
65

এআর সোহেব চৌধুরী,চরফ্যাশন প্রতিনিধি,ভোলা নিউজ২৪ডটকম।। চরফ্যাশনে মৎস সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ কোস্টগার্ড চরমানিকা ষ্টেশন কন্টিনজেন্ট কমান্ডার বেলায়েত হোসেনের নেতেৃত্বে মেঘনা ও বুড়াগৌরাঙ্গ নদীর পাতার চর,চর বিশ্বাস,ম্বোরের চর এবং চর ইসলামসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫০হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৪টি বেহুন্দি জাল এবং ২হাজার মিটার মসারিজাল আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী মেজেিস্ট্রট ও উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিনের নির্দেশে ৫০হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৪টি বেহুন্দি জাল এবং ২হাজার মিটার মসারিজাল আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।

দক্ষিণ আইচা থানার চরকচ্ছপিয়া কোস্টগার্ড ষ্টেশন কন্টিনজেন্ট কমান্ডার বেলায়েত হোসেন খান জানান, মেঘনা ও বুড়াগৌরাঙ্গ নদীর বিভিন্ন বিভিন্ন স্থান থেকে ৫০হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৪টি বেহুন্দি জাল এবং ২হাজার মিটার মসারিজাল আটক করে পুড়িয়ে ফেলা হয়। এ জালগুলো জিব বৈচিত্রের জন্য হুমকি হয়ে দাড়িয়েছে। জিব বৈচিত্র রক্ষা ও মৎস প্রজনন সংরক্ষণে কোস্টগার্ডের এ অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY