চরফ্যাশনে খালে ময়লার  দূষণে পরিবেশ বিপর্যয়

0
220
এআর সোহেব চৌধুরী,ভোলা নিউজ২৪ডটকম ।।ভোলার চরফ্যশন পৌর শহরের একমাত্র খালটি ময়লার দূষণে পরিবেশ বিপর্যয়ে।এখন মৃত প্রায় নদী- সমুদ্রের সাথে জোয়ার ভাটার পানি প্রবাহের এই খাল।
ময়লার ভরাটে  সরু হয়ে গেছে খালটি। ফলে এখন আর আগের মত জোয়ার ভাটা আসেনা খালে।
আশির দশকে  মান্দারতলি এই খাল দিয়ে নৌযান- চলাচল করতো।
খালে ময়লা ফেলায় দূষিত হয়ে পড়েছে পানি।
স্থানীয়রা বলছে, সারাদেশে নদী, খাল ও জলাশয় দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান চললেও চরফ্যাশনে খাল উদ্ধারে কোন অভিযান চোখে পড়ছে না। গতকাল রবিবার সেলফোনে চরফ্যাশন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেন, চরফ্যাশনের খাল খননে গতবছর ১কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে টেন্ডার হয়েছে।দখলকারি ও প্রভাবশালীদের বাঁধার কারনে ঠিকাদার কাজ করতে গিয়েও করতে পারেনি। আবারও খাল খননের কাজ শুরু হবে।
তবে দখলকারিদের উচ্ছেদ  করার অভিযানে নামবে বলে তিনি জানান।
সরেজমিনে দেখা যায়, কাঁচা বাজারের উচ্ছিষ্ট, খসাইখানার বর্জ্য, খড়কুটার স্তূপ, পলিথিনসহ নানা ধরনের বর্জ্য খালের মধ্যে ফেলা হচ্ছে। পৌরশহরে ময়লা স্থানীয় পরিচ্ছন্নকর্মীরা  কুড়িয়ে তা ফেলছে খালে।
জানা যায়, ৩০০ বছরের প্রাচীন এ খালটি দিয়ে এক সময় ছোটো-বড়ো নৌ-যান চলাচল করত।  খালটিকে বাঁচাতে সংশ্লিষ্ট প্রশাসনকে এগিয়ে আসার দাবি জানিয়েছেন চরফ্যাশন জলবায়ু ফোরাম।
 চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনির উদ্দিন চাষী বলেন, ময়লা আবর্জনায় স্তুুপ  এই খাল দ্রুত  খনন না হলে পরিবেশ বিপর্যয়ে  অম্তিত্ব সংকট দেখে দিবে।

LEAVE A REPLY