চরফ্যাশন প্রতিনিধি।। নতুন প্রজন্মকে সবুজ শ্যামল পরিবেশ গড়ে তোলার জন্য উদ্বুদ্ধ করার লক্ষ্য নিয়ে ভোলার চরফ্যাশনে ইযুথ পাওয়ার ইন বাংলাদেশের বৃক্ষ রোপন কর্মসূচী শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫সেপ্টেম্বর) দুপুরে চরফ্যাশন নি¤œ মাধ্যমিক বিদ্যালয় এই কর্মসূচী শুরু হয়েছে। বৃক্ষ রোপন কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্ধোধন করেন স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব দুলাল। পরে জলবাযূ পরিবর্তন ও দুর্যোগ মোকাবেলায় যুব সমাজের করনীয় বিষয়ের উপর সচেতনতা মূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ইযুথ পাওয়ার ইন বাংলাদেশ এর চরফ্যাশন উপজেলা কো-অর্ডিনেটর তরিকুল ইসলাম এর সঞ্চালনায় স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব দুলাল এর সভাপত্বিতে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন- যুব জলবায়ু ফোরাম এর সভাপতি মনির আসলামি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সাংবাদিক ও যুব জলবায়ু নেটওয়ার্ক এর সদস্য সোয়েব চৌধুরী । এসময় স্কুলের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন- চরফ্যাশনে ইযুথ পাওয়ার এর সদস্য- ঈমন,অশিক,লাকী প্রমুখ।
এসময় বক্তারা বলেন,জলবায়ু পরিবর্তনের হাত থেকে পরিবেশকে রক্ষার জন্য আমাদের বেশি বেশি করে বৃক্ষ রোপন করতে হবে। এর জন্য তরুন প্রজন্মকে এই ধরনের উদ্যোগ গ্রহন করে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান বাড়ী ঘর কে সুবুজের অরন্য করে গড়ে তুলতে হবে।তাহলে আমাদের পরিবেশ সবুজের মাধ্যমেই রক্ষা পাবে।