ভোলা নিউজ ২৪ ডটনেট ।। গোপালগঞ্জে বাস ও মাহেন্দ্রর মধ্যে সংঘর্ষে শিশুসহ ১২জন নিহত ও ২০ জন আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার হরিদাসপুর নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন।
নিহতদের মধ্যে মাহেন্দ্রচালক রাজিব মোল্লা, হরিদাসপুর গ্রামের সাদ্দাম মোল্লা ও গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া গ্রামের মোর্শেদ গাজীর নাম জানা গেছে। অন্যদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় বাস , মাহেন্দ্রযাত্রী ও পথচারী নিহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানিয়েছেন, বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার হরিদাসপুর নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী গোল্ডেনলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাহেন্দ্র থ্রি-হুইলারের সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুসহ ১২জন মারা যায়। আহত হয়েছে আরো ২০ জন। পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা উদ্ধারকাজ চালাচ্ছে।