দৌলতখানে এসএসসিতে প্রক্সি, মাদ্রাসার সুপারসহ দুজনের কারাদণ্ড

0
335

ভোলা নিউজ২৪ডটকম।। ভোলার দৌলতখান উপজেলায় প্রক্সি দেয়ার অভিযোগে এক মাদ্রাসা সুপারসহ দুজনকে কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এ কারাদণ্ড দেয় হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জয়নগর বালিকা দাখিল মাদ্রাসার সুপার জাকির হোসেন ও একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী লিজা আক্তার।

এর আগে মঙ্গলবার দুপুওে উপজেলার সরকারি আবি আব্দুল্লাহ কলেজে কেন্দ্র থেকে ১০ শিক্ষার্থীসহ মাদ্রাসা সুপারকে আটক করে জেলা প্রশাসন। পরে জাকির হোসেনকে দুই বছর এবং লিজা আক্তারকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়। বাকিদের বয়স ১৮ বছরের কম হওয়ায় নিয়মিত মামলা করে তাদের আদালতে পাঠানো হয়।

তারা হলেন- একই মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী লিমা আক্তার, রাবেয়া সুলতানা, ময়না বেগম, হামিদা বেগম, নাজমুন নাহার, বিবি খাদিজা, রুমা আক্তার ও ফারজানা আক্তার।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, পরীক্ষা চলাকালীন জেলা প্রশাসনের একটি দল অভিযান চালায়। এসময় ওই কেন্দ্র থেকে ১০ জনকে আটক করা হয়। এরা একই প্রতিষ্ঠানের অন্য শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ডে নিজেদের ছবি লাগিয়ে পরীক্ষা দিচ্ছিল। এ কাজের সাথে জড়িত থাকায় ওই মাদ্রাসার সুপার জাকির হোসেনকেও আটক করা হয়।

LEAVE A REPLY