ইয়াছিনুল ঈমন,ভোলা মৎস্য বিভাগের বাস্তবায়নে ইউএসএআইডি’র অর্থায়নে ওর্য়াল্ডফিশ বাংলাদেশ কর্তৃক ইকোফিশ প্রকল্পে
ভোলা সদর উপজেলায় সহ -ব্যবস্থাপনা, ইলিশ সম্পদ রক্ষা, নদীর পরিবেশ, জেলেদের জীবন মান রক্ষা সহ বিকল্প কর্ম সংস্থার সৃস্টিতে সহায়তা করবে,অদ্য সকাল ১০ হতে ৫ টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান মো হাসনাইন অাহম্মেদ হাসান মিয়ার প্রশিক্ষনে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: আসাদুজ্জামান,ইকোফিশ প্রকল্পের রিসার্স এসোসিয়েট ইফতেখারুল ইসলাম, অংকুর মোহাম্মাদ ইমতিয়াত কোস্ট গার্ড ভোলার কর্মকর্তা এন এম ইসলাম কাচিয়া ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান অাবদুল হাই সবুজ,শিবপুর ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান মো: রাজিব ইকোফিশ প্রকল্প কোস্ট ট্রাস্টের প্রকল্প সমন্বয়কারি মো : জহিরুল ইসলাম, খোকন চন্দ্র শীল,উপস্থপনায় কোস্ট ট্রাস্টের ম্যানেজার, টিএস সোহেল মাহমুদ সার্বিক সহযোগীতায় মো: বিল্লাল হোসেন ভোলার সদর উপজেলার কাচিয়া,শিবপুর,ধনিয়া, ইলিশা ইউনিয়ন থেকে ৪২ জন জেলে দের প্রশিক্ষন দেওয়া হয় প্রশিক্ষনে সরকার ঘোষিত অভয়াশ্রম রক্ষায় স্থানীয়ভাবে গঠিত সহ-ব্যবস্থাপনা কমিটির পরিচালনায় পাহারা কাযক্রমে নিয়োজিত কমিউনিটি ফিস গার্ডবৃন্দের সক্ষমতা বৃদ্ধির লক্ষে “ অভয়শ্রম সহ-ব্যবস্থাপনায় কমিউনিটি ফিশ গার্ড “ কাযক্রম বিষয়ক প্রশিক্ষণের কিছু স্থির চিত্র । প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে প্রয়োজনীয় উপকরণ বিতনরন করা হয় । ২৮ অক্টোবর ২০১৭, ক্রিষ্টাল ইন্টারন্যাশনাল, ভোলা ।