আরিফ উদ্দিন রনি,ভোলা নিউজ২৪ডটকম।। দীর্ঘ ২৪ দিন পর অবশেষে চালু হলো ভোলা সদর টাউন পুলিশ ফাঁড়ি।
আজ বুধবার (১৮ আগস্ট) রাত ৮টার দিকে ফাঁড়ির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান। গত ৪ আগস্ট ভোলায় ছাত্র-জনতার সাথে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষের পর থেকে ফাঁড়ির সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। নিরাপত্তার জনিত কারনে ফাঁড়ির সকল পুলিশ সদস্যদের সরিয়ে নেওয়া হয়। এ ঘটনার ২৪ দিন পর স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে পুনরায় ফাঁড়ির কার্যক্রম চালু করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সদস্য সচিব মো. রাইসুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হেলাল উদ্দিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান পাটওয়ারী।
এ সময় পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান বলেন, ভোলায় সব সময়ই একটি শান্তিপূর্ণ জেলা হিসেবে বিবেচিত ছিলো। এখানকার আইনশৃঙ্খলা রক্ষায় স্থানী রাজনৈতিক ব্যক্তিবর্গ সব সময় পুলিশকে সহযোগিতা করে আসছে। ভবিষ্যতে এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।