ভোলা নিউজ টোয়েন্টিফোর ডটকমঃবাংলাদেশ আজ জিতেছে একটি জুটির কারণে। ইমরুল কায়েস-মাহমুদউল্লাহর জুটিটা না হলে? বাংলাদেশকে ম্যাচে ফেরানো সেই লড়াইয়ের মধ্যেই ১৯ বছরের একটা রেকর্ডও ভেগেছেন তাঁরা। গড়েছেন ১২৮ রানের জুটি, ওয়ানডেতে ষষ্ঠ উইকেটে এটিই বাংলাদেশের সর্বোচ্চ।
৯৬ রানে ৫ উইকেট হারানোর পর সেদিন আল শাহরিয়ার ও খালেদ মাসুদ ষষ্ঠ উইকেটে যে লড়াইটা চালান সেটি দলকে দুর্দান্ত কোনো জয় এনে দেয়নি। শুধুই হারের ব্যবধান কমায়। ১৯৯৯ সালের অক্টোবরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশকে ২৯৩ রান লক্ষ্য দেয় ব্রায়ান লারার ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের লক্ষ্যটা আরও বিশাল হয়ে যায় ৯৬ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে শাহরিয়ার-মাসুদের ১২৩ রানের সৌজন্যে পুরো ৫০ ওভার খেলে ৫ উইকেটে ২১৯ করতে পারে বাংলাদেশ।
এই লড়াইয়ের মধ্যেই ১৯ বছরের একটা রেকর্ডও ভেগেছেন তাঁরা। গড়েছেন ১২৮ রানের জুটি, ওয়ানডেতে ষষ্ঠ উইকেটে এটিই বাংলাদেশের সর্বোচ্চ। শুধু আজই নয়; ষষ্ঠ উইকেটে বাংলাদেশের সেরা পাঁচ জুটির চারটিতেই আছে মাহমুদউল্লাহর নাম। নিয়মিত ছয়-সাতে নামেন বলেই হয়তো ষষ্ঠ উইকেট জুটিতে থাকে তাঁর নাম। আজকের জুটিটা এর মধ্যে আলাদা হয়ে থাকবে। এ যে এশিয়া কাপে স্মরণীয় এক জয় এনে দেওয়ার নেপথ্য কারিগর হয়ে থাকল।