ভোলা নিউজ২৪ডটকম।। সৌদি আরবের মদিনায় স্বর্ণ ও কপারের খনির সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ও সার্ভে অ্যান্ড মিনারেল এক্সপ্লোরেশন সেন্টার। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এ তথ্য প্রকাশ করে এ দুই সৌদি সংস্থা।
সৌদি প্রেস এজেন্সির খবর থেকে জানা যায়, স্বর্ণের ও তামার খনিটি মদিনার আবা আল-রাহার সীমানা ও উম্ম আল-বারাক হেজাজের সীমানার মধ্যে রয়েছে। এছাড়া ওয়াদি আল-ফারা অঞ্চলের আল-মাদিক এলাকার চারটি স্থানে তামার আকরিক আবিষ্কৃত হয়েছে।
নতুন এসব খনি আবিষ্কারে ফলে সৌদিআরবে বিনিয়োগ আরও ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে। মদিনা অঞ্চলে অবস্থিত উম্মাল-দামার মাইনিং সাইটের লাইসেন্স পেতে ১৩টি সৌদি এবং বিদেশি কোম্পানি জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে।