সিগারেট খোরদের কাছে করোনা পরাজিত!

0
185

ভোলা নিউজ২৪ডটকম।। করোনার আতঙ্ক কম হওয়ার নামই নেই। কী ভাবে এই অসুখের হাত থেকে রেহাই পাওয়া যাবে তা নিয়ে সাধারণ মানুষ থেকে বিজ্ঞানী চিন্তাভাবনা চলছে সমানেই। এরমধ্যেই করোনা নিয়ে উঠে এলো চমকপ্রদ এক তথ্য। সিগারেট যাঁরা খান তাঁদের নাকি এই অসুখে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে। চমকে গেলেন তো? উল্টোটাই তো শুনেছিলেন এতদিন। কিন্তু কিছু পরিসংখ্যান এবং বিজ্ঞানীদের মতামত বলছে অন্যকথা। লন্ডন বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ফ্রান্সিস বালোক্স দাবি করেছেন যে কিছু এমন প্রমাণ আছে যার থেকে বলা যায় যে যাঁরা সিগারেট খান তাঁরা বেঁচে যেতে পারেন করোনা থেকে।

বেশ কিছু চিনা তথ্য অনুযায়ী কোভিডে (Covid) আক্রান্ত যে সব রোগীর সিগারেট খাওয়ার ইতিহাস রয়েছে তাঁরা সুস্থ হয়েছেন তাড়াতাড়ি। আমেরিকার সেন্টার ফর ডিজিস কন্ট্রোল জানিয়েছে যে এমন ৭ হাজার রোগী যাঁদের করোনা পজিটিভ পাওয়া গিয়েছে তাঁদের মাত্র ১.৩ শতাংশ ধূমপায়ী। বাকি ১৪ শতাংশের এই রোগ হয়নি। যাঁদের হয়েছে তাঁরাও অসুখ কাটিয়েছে অল্পের ওপর দিয়ে। অনেক বিজ্ঞানীর মতেই নিয়মিত ধূমপায়ীদের ফুসফুস অনেক বেশি ক্ষতি সহ্য করতে পারে। এঁদের ফুসফুসে নিকোটিনের আস্তরণ পড়ে যায়। ফলে চট করে সংক্রামিত হয় না। সুত্রঃ চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

LEAVE A REPLY