ক্রীড়া প্রতিবেদক : দুরন্ত আজিমের অসাধারন নৈপুণ্যের কাছে হেরে গেল শক্তিশালী লালমোহন দল । খেলা শুরুর ১৩ মিনিটের দিকে নয়নের করা র্কনার থেকে পাওয়া বলকে কে হেডের মাধ্যমে সরাসরি জালে জড়ালেন স্ট্রাইকার আজিম । ফলে শুরতেই এগিয়ে যায় মনিং ক্লাব। খোলার ২৪ মিনিটের দিকে ফ্রি কিক পায় লালমোহন । স্ট্রাইকার মাসুদের করা অসাধারন ফ্রি-কিকের প্রতিরোধ করেন মনিং ক্লাবের গোল রক্ষক মহিউদ্দিন । ২য় অর্ধে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে উঠে লালমোহন । রবিন ,সবুজ, মাসুদের চেষ্টাকে বার বার ব্যার্থ করে দেয় মনিং ক্লাবের আজিম ,নয়ন,সুজন, ঝন্টু । আজিমকে রুখতে মরিয়া হয়ে উঠে লালমোহন। বারবার ফাউলের শিকার হয় আজিম ।৬৫ মিনিটের দিকে ফ্রি-কিক পায় মনিং ক্লাব । নয়নের করা ফ্রি-কিকের প্রতিরোধ করে লালমোহনের গোলরক্ষক মমিন । ৬৮মিনিটের লালকার্ড পেয়ে মাঠ ছারেন ডিফেন্ডার সুজন । ফলে ১০ জনের দলে পরিনত হয় মনিং । ১জন কম থাকায় এড্যভান্টেজ নেওয়ার চেষ্টা চালায় লালমোহন । ২অর্ধে কোন গোল না হওয়ায় ১-০ অবস্থায় খেলা শেষ হয় । ফলে সবার প্রথমেই সেমি ফাইনালের টিকেট নিশ্চিত করে মনিং ক্লাব ।