সরকারি চাকরিতে বয়সে ছাড় দিচ্ছে সরকার

0
79

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে সরকারি চাকরিপ্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। গত ২৫ মার্চ যাদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছে তাঁদের আবেদনের সুযোগ দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তিনজন কর্মকর্তা জানিয়েছেন তাঁরা এ ব্যাপারে সারসংক্ষেপ সরকারের উচ্চপর্যায়ে পাঠিয়েছেন। তবে অনুমোদিত হয়ে এখনো তাদের হাতে সেটি পৌঁছায়নি।

করোনা ভাইরাসের কারণে বড় নিয়োগ কার্যক্রম আটকে আছে। এর আগে করোনাভাইরাসের কারণে গত ২৬ মার্চ থেকে টানা ৬৬ দিন সাধারণ ছুটি ছিল। গত ৩১ মে থেকে প্রথমে সীমিত আকারে এবং পরে সব খুলে দেওয়া হয়।

আইন অনুযায়ী সাধারণভাবে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর।

LEAVE A REPLY