লালমোহনে প্রতিবন্ধি শিশুদের মাঝে বৃত্তি প্রদান

0
346

আদিল হোসেন তপু।। 
ভোলায় লালমোহন উপজেলায় প্রতিবন্ধী ও শিশু বিবাহরে ঝুঁকিতে থাকা কিশোরীদের ‘শিশু সুরক্ষা বৃত্তি দেওয়া হয়েছে। রবিবার (৩০সেপ্টেম্বর) সকাল ১১ টায় লালমোহন উপজেলা হল রুমে এক অনুষ্ঠানে লালমোহন উপজেলার চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে এই বৃত্তির চেক তুলে দেন। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)হাবিবুল হাছান রুমি।ইউনিসেফ এর সহযোগিতায় ও কোস্ট ট্রাস্ট এর আইইসিএম প্রকল্পের ব্যবস্থাপনায় এই ‘শিশু সুরক্ষা বৃত্তি’ প্রদান করা হয়। লালমোহন উপজেলার ২৪ জন  শিশুর মাঝে পর্যায়ক্রমে ১৫ হাজার টাকার বৃত্তির এই চেক বিতরণ করা হয়।এই টাকা দিয়ে কিশোরীরা সেলাই মেশিন কিনে পোশাক তৈরির কাজ বা হাঁস-মুরগি পালনসহ নানা আয় বর্ধক কাজে ব্যয় করে অর্জিত অর্থ দিয়ে পড়াশোনা খরচ চালাবে।বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ইউনিসেফ এর ন্যাশনাল কনসালটেন্ট মো: বিলাল খান, কোস্ট ট্রাস্ট এর আইইসিএম প্রকল্পের প্রকল্প সম্মনয়কারী মো: মিজানুর রহমান,উপজেলা ম্যানেজার ফাতেমা বেগম প্রমুখ।

LEAVE A REPLY