ভোলা নিউজ ২৪ ডটনেট ।। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকায় জাতীয় ঐক্যফ্রন্টের নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলার অভিযোগ পাওয়া গেছে।
ঢাকা-১৪ আসনে ধানের শীষের প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু ও আসম আবদুর রবের গাড়ি চালকসহ ১০/১২ জন নেতা-কর্মী হামলার এই ঘটনায় আহত হয়েছেন বলে ঐক্যফ্রন্ট নেতাদের ভাষ্য।
গণফোরামের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টার দিকে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে কামাল হোসেনসহ জোট নেতারা বেরিয়ে এসে মূল ফটকের সামনে গাড়িতে ওঠার পর হামলার ওই ঘটনা ঘটে।
জোটের নেতাদের মধ্যে গণফোরামের রেজা কিবরিয়া, বিএনপির আবদুস সালাম এবং গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরীও সেখানে ছিলেন।
হামীম বলেন, “ছাত্রলীগ-যুব লীগের একদল সন্ত্রাসী লাঠি-সোঁটা নিয়ে এই হামলা চালায়। তারা স্যারের গাড়িতের লাঠি দিয়ে আঘাত করে। ফ্রন্টের নেতা আসম আবদুর রব সাহেবের গাড়িতেও তারা হামলা চালায়। গাড়ি চালক গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।”এ বিষয়ে কথা বলতে কামাল হোসেন শুক্রবার বিকালে সংবাদ সম্মেলনে আসবেন বলে গণফোরামের মিডিয়া কো-অর্ডিনেটর জানান।