আদিল হোসেন তপু॥ ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের হতদরিদ্র ৩৬ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শিশু খাদ্য বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস।উপকূলের এই দূর্গম অঞ্চলের শিশুরা জন্মের পর থেকে পুষ্টিহীনতায় ভূগে, তাদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রীর দেওয়া ১০০ পরিবারের মাঝে শিশু খাদ্য বিতরণ করা হবে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস।শনিবার বেলা সাড়ে ১১ টায় ৩৬ হতদরিদ্র পরিবারের মধ্যে উত্তর সাকুচিয়া ইউনিয়নে ২১ ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে ১৫ পরিবারের মাঝে এই শিশু খাদ্য বিতরন করা হয়।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী, উপজেলা আ’লীগ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, আ’লীগ যুগ্ন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইলিয়াস মিয়া।