ইমতিয়াজুর রহমান/ভোলা নিউজ ২৪ ডট নেট : “বন্ধ হলে দুর্নীতি উন্নয়নে আসবে গতি” এই স্লোগান কে সামনে রেখে ভোলায় দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ ২০১৮ উপলক্ষে ভোলা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়। আজ ২৭শে মার্চ মঙ্গলবার সকাল ১০:৩০ মিনিটে ভোলার প্রাণকেন্দ্র কে-জাহান মার্কেটের সামনে আয়োজিত মানববন্ধন ও পথসভার প্রধান অতিথি ছিলেন ভোলা সরকারি কলেজ এর প্রাক্তন ইংরেজি সম্পাদক অধ্যাপক মোঃ আলতাব।বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোফাসল উল্লাহ চৌধুরী।
ভোলা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হোসনেয়ারা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যাপক অরুন চন্দ্রদে,মোঃ হোসেন,সাংবাদিক নাসির লিটন,সাংবাদিক শিমুল চৌধুরী, প্রমুখ সহ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যান সদস্যরা। মানববন্ধনে বক্তারা বলেন, সমাজের সকল মানুষ সচেতন হলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। দুর্নীতি প্রতিরোধে শুধু ব্যক্তিপর্যায়ে নয় বরং সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মের মনে দুর্নীতির বিরুদ্ধে ঘৃণার চেতনা
সৃষ্টি করতে হবে। মানববন্ধনে হেল্প এন্ড কেয়ার সামাজিক সংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজ ও নানান শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।