ভোলা নিউজ২৪ডটকম।। করোনা ভাইরাস সংক্রমণরোধে ভোলা জেলায় পৌছেই মাঠে
কাজ শুরু করেছে নৌবাহিনী।
দেশে করোনা ভাইরাস জনিত উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সরকারের নির্দেশনা বাস্তবায়নে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে উপকুলীয় এলাকায়
কাজ শুরূ করেছে নৌবাহিনীর কন্টিনজেন্টসমূহ।
আজ (২৬ মার্চ) চট্টগ্রাম নৌ অঞ্চল হতে ১৬ জন কর্মকর্তাসহ ১৪৪ জন নৌ সদস্যের ৭টি কন্টিনজেন্ট ভোলা সদর,বোরহানউদ্দিন, দৌলতখান, চরফ্যাশন, মনপুরা, লালমোহন, তজুমুদ্দিন, সন্দীপ, হাতিয়া, টেকনাফ,কুতুবদিয়া ও মহেশখালী এলাকায় কাজ শুরূ করার লক্ষে ভোলায় এসেছেন। এসেই মাঠে কাজে নেমে গেছেন নৌবাহিনী কন্টিনজেন্ট টিম।
উপকূলীয় এসকল এলাকাগুলোতে স্থানীয় জনসাধারণের মাঝে সামাজিক দুরত্ব বজায় রাখা নিশ্চিত করা, বিভিন্ন দূর্গম এলাকায় ভাইরাস সংক্রমিত রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা, বিদেশ ফেরত নাগরিকদের কোয়ারেন্টাইন নিশ্চিত করাসহ সার্বিক আইন-শৃ“খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসনকে সহায়তায় নিরবিছিন্নভাবে কাজ করে যাচ্ছে নৌসদস্যরা। এছাড়া যে কোন প্রয়োজনে সার্বিক সহায়তা প্রদান করতে প্রস্তুত রয়েছে নৌবাহিনী।