ভোলা ৪টি আসনে বৈধ ২১, অবৈধ বিএনপির সভাপতিসহ ৩জন

0
971
অমি আহমেদ,ভোলা নিউজ ২৪ডটনেট।। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলার চারটি আসনের ২৪ প্রার্থীর মধ্যে জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীরসহ তিন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা।
রোববার (২ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী দুই ধাপে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক নির্বাচনী বিধি অনুসারে প্রার্থীদের সকল কাগজপত্র পর্যালোচনা করে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল করেন।
ভোলা-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীরকে ঋণ খেলাপীর কারণে তার মনোনয়ন বাতিল করেন।
ভোলা-২ আসনের স্বতন্ত্রপ্রার্থী হুমায়ুন কবিরের মনোনয়নপত্রে সমর্থকদের স্বাক্ষর না থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়।
ভোলা-৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী এমএ মান্নানের দাখিলকৃত হলফ নামায় স্বাক্ষর না থাকায় তার মনোনয়ন বাতিল করা হয় ।
ভোলা-১ আসনে ৮ প্রার্থীর মধ্যে বৈধতা পেয়েছে ৭ জন। বৈধ প্রার্থীরা হলেন- তোফায়েল আহমেদ (আওয়ামী লীগ), হায়দার আলী (বিএনপি), আন্দালিভ রহমান পার্থ (বিজেপি), মিসেস রেবা রহমান (বিজেপি), কেফায়েত উল্লাহ নজিব (জাতীয় পার্টি), মাওলানা মো. ইয়াছিন (ইসলামী আন্দোলন), একেএম সোহেল (কমিউনিস্ট পার্টি)।
ভোলা-২ আসনে ৬ প্রার্থীর মধ্যে বৈধতা পেয়েছে ৫ জন। বৈধ প্রার্থীরা হলেন- আলী আজম মকুল (আওয়ামী লীগ), মো. হাফিজ ইব্রাহিম (বিএনপি), রফিকুল ইসলাম মমিন (বিএনপি), মারুফ ইব্রাহিম আকাশ (বিএনপি), ওবায়েদুর রহমান (ইসলামী আন্দোলন)।
ভোলা-৩ আসনে ৫ প্রার্থীর মধ্যে বৈধতা পেয়েছে ৫ জন। প্রার্থীরা হলেন- নুরুন্নবী চৌধুরী শাওন (আওয়ামী লীগ), মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বিএনপি), কামাল হোসেন (বিএনপি), মাওলানা মোসলেহ উদ্দিন (ইসলামী আন্দোলন), নুরুন্নবী সুমন (জাপা)। এই আসনে বাদ পড়েননি কোনো প্রার্থী।
ভোলা-৪ আসনে ৫ প্রার্থীর মধ্যে বৈধতা পেয়েছে ৪ জন। বৈধ প্রার্থীরা হলেন- আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (আওয়ামী লীগ), মো. নাজিম উদ্দিন (বিএনপি), মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন (বিএনপি), মো. মহিবুল্যাহ (ইসলামী আন্দোলন)।
২১ প্রার্থী মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো. মাসুদ অালম ছিদ্দিক এবং তিনি জানান, সকল প্রার্থীরা পুনঃবিবেচনার জন্য নির্বাচন কমিশনে অপিল করতে পারবে যা নীতিমালা অনুযায়ী বিবেচনা করে দেখা হবে।

LEAVE A REPLY