ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলীআজম মুকুল গ্রেপ্তার

ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলীআজম মুকুল গ্রেপ্তার

0
36

ভোলা নিউজ২৪ডটকম।। ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল ঢাকা থেকে গ্রেপ্তার হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাহিদুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে (৫৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর মিরপুর এলাকায় নিহত হন নাহিদুল ইসলাম।

ওই ঘটনায় দায়ের করা হত্যা মামলার অন্যতম আসামি সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল।

বুধবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।

নাহিদুল হত্যা মামলা ছাড়াও ৫ আগস্টের পর তার নামে ভোলা সদর মডেল থানায় একটি ও দৌলতখানে থানায় আরও একটি মামলা দায়ের করা হয়।

গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত করলে এমপি পদ হারান মুকুল। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

NO COMMENTS

LEAVE A REPLY