ভোলা সরকারী উচ্চ বিদ্যালয়ের ৯২ ব্যাচ দিনাজপুরের বন্যার্থদের পাশে

ভোলা সরকারী উচ্চ বিদ্যালয়ের ৯২ ব্যাচ দিনাজপুরের বন্যার্থদের পাশে

0
860

ভোলা নিউজ ২৪ ডটনটে ॥ “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” এই প্রতিপাদ্যকে বুকে ধারন করে প্রতিষ্ঠিত “বন্ধু-৯২”। দিনাজপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ্যদের নগদ অর্থ প্রদান করেছে।
দিনাজপুরের বন্যা কবলিত এলাকার প্রায় দেরশত বন্যাদূর্গত পরিবারের মাঝে নগদ অর্থ সাহায্য প্রদান করেছে। দিনাজপুর শহর থেকে প্রায় ৩৪ কিলোমিটার দুরে বন্যাদূর্গত ৫টি এলাকায় এই ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়। ত্রাণ সহায়তাদানে নেতৃত্ব দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সালেহ্ রনক ও প্রচার সম্পাদক মোঃ সুলতান আহাম্মেদ মিজু। সংগঠনের সভাপতি মোঃ নূর-আল-আজাদ (রাসেল) ও সহ-সভাপতি মোঃ মাকিন উদ্দিন আরিফ ত্রাণ কার্যক্রম পরিচালনায় সার্বিক সম্বনয় করেন। দ্বীপ জেলা ভোলার একটি বন্ধু সংগঠন সম্পূর্ন নিজেদের উদ্যোগে দিনাজপুরের বন্যাপীড়িত মানুষের পাশে দাঁড়ানোয় স্থানীয় সকল মানুষ বিস্মিত হয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন,সংগঠনের সভাপতি মোঃ নূর-আল-আজাদ (রাসেল)। “বন্ধু-৯২” বন্ধুর পথ পাড়ি দিয়ে সকল সময় অসহায় মানুষের পাশে বন্ধু হয়ে পাশে থাকার চেষ্ঠা অব্যাহত রাখবে। এছাড়া তিনি এই ত্রাণ কার্যক্রমে যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং ত্রাণ বিরতণ কাজে নিয়োজিত ছিলেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপনপূর্বক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

NO COMMENTS

LEAVE A REPLY