স্স্টাফ রিপোর্টারঃ ভোলা নিউজ ২৪ ডটনেট :ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ‘বাল্যবিয়ে ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি, ভোলা। সোমবার (০৯ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়। দৈনিক নয়া দিগন্ত জেলা প্রতিনিধি ও বাল্যবিয়ে ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি এ্যাডভোকেট সাহাদাত হোসেন শাহিনের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, নাজিউর রহমান ডিগ্রি কলেজের প্রভাষক ও বাল্যবিয়ে শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির উপদেষ্টা কাজল কৌশিক, জামিরালতা ডিগ্রি ফাজিল মাদ্রাসার প্রভাষক ও কমিটির নির্বাহী সদস্য মীর নুরে আলম ফরহাদ, এ রব স্কুল এন্ড কলেজের প্রভাষক ও নির্বাহী সদস্য মোঃ মনিরুল ইসলাম, আমাদের সময় জেলা প্রতিনিধি ও কমিটির নির্বাহী সদস্য শিমূল চৌধুরী, বাল্যবিয়ে ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও চ্যানেল টুয়েন্টিফোর জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু, সাধারন সম্পাদক ও আজকের ভোলার সহ-সম্পাদক এম শাহরিয়ার জিলন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক তৃতীয় মাত্রার জেলা প্রতিনিধি ইয়াছিনুল ঈমন, নির্বাহী সদস্য মোঃ ইমরান হোসেন, আজকের ভোলার স্টাফ রিপোর্টার ও নির্বাহী সদস্য এম মইনুল এহসান, নির্বাহী সদস্য মোঃ ইউসুফ হোসেন, অংকুর রায়, মেহেদী হাসান তানজীল, তানিম হাওলাদার, মোঃ ফয়েজ আহমেদ, কোষাধ্যক্ষ মোঃ আনিছুর রহমান, সহ-কোষাধ্যক্ষ ফজলে রাব্বী, যুগ্ম সম্পাদক হুমায়ারা হোসেন সারা, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সিনহা, আশিকুর রহমান শান্ত, প্রচার সম্পাদক গোপাল চন্দ্র দে, শিশু বিষয়ক সম্পাদক সানজিদা হোসেন এশা, প্রকাশনা বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল নোমান, নির্বাহী সদস্য ইমতিয়াজ আহমেদ প্রমুখ।
পরে সংক্ষিপ্ত মতবিনিময়কালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন বাল্যবিয়ে ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বাল্যবিবাহ যখন আমাদের দেশের একটি সামাজিক অভিশাপে পরিনত হয়েছে ঠিক তখনই এ ধরনের কমিটি গঠন করা সময়ে উপযোগী সিদ্ধান্ত। বাল্যবিবাহে একটি সামাজিক অপরাধ। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বাল্যবিবাহ বন্ধে একটি আইন করেছেন। আমরা এই আইন অনুযায়ী বাল্যবিবাহ বন্ধে কাজ করে যাবো। যেহেতু ভোলা একটি বিভিন্ন জেলা। তাই এ জেলায় বাল্যবিবাহ খুব বেশি হয়ে থাকে। আপনারা বাল্যবিবাহ বন্ধে বেশি সচেতন হবে এবং সাধারন মানুষকে নিয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবেন। তাহলেই বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে। তিনি বলেন, আপনারা যে কোন বিষয়ে আমাকে জানাবেন আমি যত ব্যস্ত থাকি তা দ্রুত করে দেওয়া চেষ্টা করবো। এসময় তিনি বাল্যবিয়ে ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সকল কাজে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেন।