হারুন অর রশিদ : মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষে ভোলা গজনবী ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হলো দুইদিন ব্যাপী স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের কেরাম, দাবা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন। পল্লিকর্ম-সহায়ক ফাউন্ডেশনের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসুচির আওতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থা এ প্রতিযোগিতার আয়োজন করে। শিক্ষার্থীদের নানাবিধ সমাজ বিরোধী কর্মকান্ড থেকে ফিরিয়ে আনতেই এ উদ্যোগ বলে জানিয়েছে আয়োজকরা।
মঙ্গলবার ষ্টেডিয়ামে পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলহাজ্ব মীর খায়রুল কবির। গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা থানার পরিদর্শক তদন্ত মোঃ মনির হেসেন , জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি মোঃ ফয়ছেল, গ্রামীন জন উন্নয়ন সংস্থার অতিরিক্ত পরিচালক হুমায়ুন কবির, সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার মোঃ আলমগির।
খেলা পরিচালনা করেন মোঃ ইউসুব, মোঃ শাহাবুদ্দিন ও তোফাজ্জল হোসেন। খোলায় ১০টি স্কুলের ৫১জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন।