ভোটের আগে নওগাঁয় আ.লীগ নেতা খুন

0
326

ভোলা নিউজ ২৪ ডটনেট ।। নওগাঁর পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নজিপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান  ইসাহাক হোসেন (৭৫) নিজ বাড়িতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নজিপুর পৌরসভার মামুদপুর গ্রামে নিজ বাড়িতে ওত পেতে থাকা সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই ইসাহাক মারা যান।

পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, রাতে নজিপুর পৌরসভা এলাকায় দলীয় সভা শেষে মাইক্রোবাসে করে বাড়িতে পৌঁছান ইসাহাক। বাড়িতে ওত পেতে ছিল সন্ত্রাসীরা। ইসাহাক বাড়িতে পৌঁছামাত্রই সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় তাঁর চিৎকারে মাইক্রোবাসের চালক দুলাল বাঁচাতে এলে তাঁকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

পরে আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত পৌনে ১০টার দিকে ইসাহাককে মৃত ঘোষণা করেন চিকিৎসক দেবাশিস রায়।

চিকিৎসক জানান, ইসাহাক হোসেনের মাথা, বুক ও গায়ের বেশ কিছু স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

আজ বুধবার সকালে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র জানান, হত্যার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে পুলিশ সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।

দীর্ঘ রাজনৈতিক জীবনে ইসাহাক হোসেন পত্নীতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, নজিপুর পৌরসভার প্রশাসক, চেয়ারম্যান এবং সর্বশেষ পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। আর মাইক্রোবাসের চালক আহত দুলালের বাড়ি নজিপুর ইউনিয়নের চকদুর্গাআয়ন গ্রামে।

ঘটনার খবর পেয়ে রাতেই নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুহাম্মদ রাশিদুল হক, নওগাঁ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায়, পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, পত্নীতলা থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন।

নির্বাচনের আগমুহূর্তে এ হত্যাকাণ্ডের ঘটনায় পত্নীতলা উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা ও আতঙ্ক দেখা দিয়েছে।

LEAVE A REPLY