বাসা বাড়িতে গ্যাস সংযোগের দাবিতে ভোলায় মানববন্ধন ও সমাবেশ

0
2

ভোলা নিউজ ২৪ ডটকম ।। ভোলার গ্যাস ভোলায় চাই, ঘরে ঘরে গৃহস্থলির কাজে গ্যাস চাই এই স্লোগানকে সামনে রেখে গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ভোলা সদর রোড কে-জাহান মার্কেটের সামনে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ভোলার ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন কমিটির আয়োজনে ভোলার গৃহস্থালী গ্যাস অগ্রাধিকার ভিত্তিতে সংযোগ দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ঘন্টা ব্যাপী এই মানববন্ধনে ভোলার বিভিন্ন শ্রেনী পেশার  শত শত  মানুষ অংশগ্রহন করেন। এসময় বক্তারা বলেন,প্রায় ৪হাজার মানুষ অন্তত ৪বছরের বেশি সময় ধরে ডিমান্ড নোটের টাকা জমা দিয়েছে। অথচ আজ পর্যন্ত গ্যাস সংযোগ দেয়া হচ্ছে না। মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) ভোলায় আরও নতুন তিনটি গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে। এর আগে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া, টবগী ও সদরের ভেদুরিয়াতে আরও চারটি গ্যাসক্ষেত্র সন্ধান পাওয়া যায়। এখানে বিপুল পরিমাণ গ্যাস মজুত রয়েছে ভোলায়। কিন্তুু ভোলার গ্যাস, ভোলায় দেওয়া হচ্ছে না। তারা আরও বলেন,  ভোলায় গ্যাস কূপে বিপুল পরিমান গ্যাস মজুদ রয়েছে। কিন্তু এই গ্যাস ভোলার মানুষ গৃহস্থলের কাজে ব্যবহারের জন্য পাচ্ছে না। ইতো মধ্যে ৪০ কিলোমিটার গ্যাস সংযোগ দেওয়ার জন্য পাইপ লাইন টানা হয়েছে। এবং সুন্দরবন গ্যাস বিতরণ কোম্পানি বরাবর এ পর্যন্ত ভোলার ছয় হাজার পরিবার গ্যাসের জন্য আবেদন করেছে। এর মধ্যে এক-তৃতীয়াংশ সংযোগ পেয়েছে।

তিন বছর আগে ১ হাজার ২০০ পরিবার সরকারের ফান্ডে চাহিদামতো টাকা জমা দিয়েও গ্যাস সংযোগ পায়নি। এ ছাড়া ২০০ পরিবারের ঘরের সামনে রাইজার বসালেও গ্যাস সংযোগ দেওয়া হয়নি বলে জানান তারা।বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশমতে রংপুরের বসিরহাটে গ্যাসসংযোগ দেওয়া হয়েছে, কিন্তু ভোলায় গ্যাস থাকা সত্ত্বেও ভোলার সংযোগ দেওয়া বন্ধ হয়ে গেছে। জ্বালানি মন্ত্রণালয় চাচ্ছে, প্রধানমন্ত্রী চাইছেন ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়া হোক। কিন্তু কিছু কূচক্রান্তকারীদের কারণে গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে না।
মানববন্ধনে বক্তব্য রাখেন,ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন কমিটির আহবায়ক মোবাশ্বির উল্লাহ চৌধুরী, প্রবীন সাংবাদিক এম এ তাহের, ভোলা সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: আজিজুল ইসলাম,প্রেসক্লাব সম্পাদক অমিতাভ রায় অপু, জেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের আহবায়ক অবিনাশ নন্দী,জেলা সেচ্ছাসেবক লীগ সাবেক আহবান আবিদুল আলম, ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন কমিটির সদস্য সচিব আবদুল জলিল নান্টু প্রমূখ।

 

LEAVE A REPLY