বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে মিয়ানমার : অর্থমন্ত্রী

0
585

ভোলা নিউজ ২৪ ডটনেট : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, রোহিঙ্গাদের দেশ থেকে তাড়িয়ে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে মিয়ানমার। বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত করতেই এমনটা করা হচ্ছে বলেও মনে করেন তিনি।

আজ রোববার দুপুরে গাজীপুরের টঙ্গীতে অ্যাননটেক্স কারখানায় স্বাস্থ্য ক্যাম্প উদ্বোধনের সময় অর্থমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠিয়ে মিয়ানমার বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তারা আমাদের অর্থনীতিকে বিধ্বস্ত করার চেষ্টা করছে।’

মুহিত বলেন, ‘আমাদের দেশে এই মুহূর্তে একটি দুর্যোগ চলছে। আমাদের এখানে প্রতিবেশী মিয়ানমার থেকে চার লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়েছে। প্রায় চার লাখ আগেও ছিল। এ দেশের অর্থনৈতিক ও সামাজিক জীবনে ব্যাপকভাবে দোলা দিয়েছে।’

অর্থমন্ত্রী আরো বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধের মানুষ। আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমরাও বিদেশে আশ্রয় নিয়েছি, আশ্রয় পেয়েছি। তাই যারা আশ্রয় প্রার্থী তাদের আশ্রয় দিয়েছি। কিন্তু আমরা চাই, তাদের দেশে তাদের অধিকার প্রতিষ্ঠা হোক। আমাদের প্রধানমন্ত্রী সে লক্ষে জাতিসংঘে চেষ্টা করে যাচ্ছেন।’

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান ও অ্যাননটেক্স কারখানার ব্যবস্থাপনা পরিচালক বাদল ইউনুছ।

LEAVE A REPLY