ভোলা নিউজ ২৪ ডটনেট : নির্বাচনী তফসিলের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধে নির্বাচন কমিশনকে (ইসি) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে বিএনপি।বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা এ সংক্রান্ত একটি চিঠি গতকাল মঙ্গলবার বিকেলে ইসিতে পাঠানো হয়েছে।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন চিঠিটি আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে পৌঁছে দিয়েছেন। এ ছাড়া আলাদা একটি চিঠিতে কমিশনের চাওয়া দলীয় কিছু তথ্যও দেওয়া হয়েছে।সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন জানান, মঙ্গলবার বিকেলে মহাসচিবের সই করা চিঠি ইসিতে পৌঁছে দিয়েছেন। একটি চিঠিতে ইসিকে বিএনপির দলীয় কিছু তথ্য দেওয়া হয়েছে। অপরটিতে তফসিল ঘোষণার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধে উদ্যোগ নিতে এবং বিষয়টি ইসিকে অবহিত করতে লেখা হয়েছে।নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা অবশ্য মঙ্গলবার পর্যন্ত চিঠি পাবার কথা স্বীকার করেননি।বিএনপির চিঠিতে গেলো ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রীর সিলেট সফর, ৮ ফেব্রুয়ারি বরিশাল সফর এবং ২২ ফেব্রুয়ারি রাজশাহী সফরে নির্বাচনী প্রচারে অংশ নেওয়া, সমাবেশ করা ও ভোট চাওয়ার বিষয়টি উল্লেখ করেছে।