লালমোহন প্রতিনিধি ॥ ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীতার্তদের শীত নিবারণে কাজ করে যাচ্ছেন। সারাদেশব্যাপী প্রচন্ড শৈত্য প্রবাহে গ্রাম-গঞ্জের সাধারণ মানুষ যখন শীতে জবুথবু অবস্থায় রয়েছে ঠিক তখনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের শীত নিবারণে শীত বস্ত্র পাঠিয়েছেন। আমি প্রধানমন্ত্রীর নির্দেশে শীতার্তদের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করছি।
দিনব্যাপী লালমোহন উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে শীতার্ত সাধারণ মানুষের মাঝে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় আসেন তখন তিনি গ্রাম-গঞ্জের সাধারণ মানুষের কথা ভাবেন। সাধারণ মানুষের অন্য, বস্ত্র, বাসস্থানসহ দেশের উন্নয়ন নিয়ে চিন্তা করেন প্রধানমন্ত্রী।
এ সময় লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুন, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাদল, উপজেলা ত্রাণ ও পূর্ন বাসন কর্মকর্তা অপূর্ব দাস, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন সোহেল, লালমোহন প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা মহিলা লীগের সভাপতি সাবিনা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শিখা আফরোজ, সাংগঠনিক সম্পাদক তপতী সরকার, পৌরসভা মহিলালীগের সভাপতি রোকেয়া বেগম, সাধারণ সম্পাদক সালমা আক্তার বুলু, সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার, যুব মহিলালীগের সাধারণ সম্পাদক শিরিন আক্তার, পৌর যুব মহিলালীগের সভাপতি পারভীন আক্তার, সাধারণ সম্পাদক কামরুন নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।