প্রধান বিচারপতির একান্ত সচিবসহ ১০ বদলি

0
320

ভোলা নিউজ ২৪ ডটনেট : সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, রেজিস্ট্রার ও প্রধান বিচারপতির একান্ত সচিবসহ ১০ কর্মকর্তাকে বদলির অনুমোদন দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা। আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারির পর এটি কার্যকর হবে।

আজ রোববার দুপুরের দিকে প্রধান বিচারপতি (ভারপ্রাপ্ত) মো. আবদুল ওয়াহ্হাব মিঞার অনুমোদনের পর তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারির পর তাঁদের বদলি কার্যকর হবে।

সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার জেনারেল অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন আদালতে তাঁদের বদলির জন্য অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে রেজিস্ট্রার জেনারেল সৈয়দ এম আমিনুল ইসলামকে ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান, অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজকে লালমনিরহাটের অতিরিক্ত জেলা জজ, আনিসুর রহমানকে পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা জজ, যাবিদ হোসাইনকে রংপুরের নারী-শিশু ট্রাইব্যুনালের বিচারক, রেজিস্ট্রার জাকির হোসেনকে ঢাকার স্পেশাল জজ, অরুণাভ চক্রবর্তীকে সাতক্ষীরার অতিরিক্ত জেলা জজ, ফারজানা ইয়াসমিনকে পিরোজপুরের যুগ্ম জেলা জজ, কামাল হোসেন শিকদারকে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা জজ, আজিজুল হককে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা জজ এবং এইচ এম ইসমাঈলকে বরগুনাতে বদলি করা হয়েছে।

গত ১১ অক্টোবর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞার পাঠানো কিছু ‘প্রশাসনিক পরিবর্তন’-এর প্রস্তাব নিয়ে বৈঠক করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। ওই দিন বিকেল ৩টা থেকে ৩টা ৪০ মিনিট পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সঙ্গে তাঁর খাস কামরায় বৈঠক করেন মন্ত্রী।

বৈঠক শেষে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক সাংবাদিকদের বলেন, ‘ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জ (প্রশাসনিক পরিবর্তন) করতে চান, সেগুলো উনি আমাকে অবহিত করেছেন।’

মন্ত্রীর ওই বৈঠকের পর রোববার এ সিদ্ধান্ত নেওয়া হলো।

LEAVE A REPLY