ভোলা নিউজ ২৪ ডটনেট : সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে দেশের স্থানীয় বাজারে পেঁয়াজের মূল্য স্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, দেশি পেঁয়াজ বাজারে আসার ফলে দাম ক্রমশ হ্রাস পাচ্ছে। সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে লক্ষ্মীপুরের সদস্য মো. আবদুল্লার লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।
তোফায়েল আহমেদ জানান, সরকারের পক্ষ থেকে পেঁয়াজের মূল্য স্থিতিশীল করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। ভারত, মিয়ানমার, মিসর ও তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি ব্যবস্থা নেয়া হয়েছে। এ ছাড়া পেঁয়াজের বিপণন ব্যবস্থায় নজরদারি বৃদ্ধি করাসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। এ ছাড়া পেঁয়াজ আমদানিকারক ও ঢাকার বিভিন্ন পাইকারি বাজারের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয় সভা করে দিক-নির্দেশনা দেয়া হয়েছে।