পূর্ব ইলিশা যুব ফাউন্ডেশন ও জনগনের উদ্যোগে রাস্তা সংস্কার

0
133

এম শাহরিয়ার জিলন ॥ একটি সড়ক শত শত পথচারীদের ভোগান্তি। বর্ষ মৌসুম আসলে সড়কের বাসিন্দাদের পড়তে হয় দুর্ভোগে। যেখানে সরকার প্রত্যান্ত অঞ্চলে জনগনের সুবিধার্থে সকল সড়ক পাকা করার ঘোষণা দিয়েছে। বর্তমানে গ্রাম-গঞ্জে কাচা রাস্তা খুজে পাওয়া খুবই দুস্কর। সেই মুহুর্তে উল্টো চিত্র দেখা গেছে ভোলা-লক্ষ্মীপুর সড়কের ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের ইলিশাবাজার গোডাউন সংলগ্ন হাওলাদার সড়কে। দীর্ঘ ২৫/৩০ বছরেও এই সড়কটি স্থানীয় জনপ্রতিনিধি কিংবা উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসেনি। ওই সড়কের পাশে প্রায় ৩০০ পরিবার বসবাস করে আসছে। বর্ষা মৌসুম আসলে পথচারীদের পড়তে হয় চরম ভোগান্তিতে। বিষয়টি সামাজিক সংগঠন ‘পূর্ব ইলিশা যুব ফাউন্ডেশন’ এর নজরে আসলে রাস্তা সংস্কারে এগিয়ে আসে এই সংগঠনটি। সংগঠনের পাশাপাশি ওই স্থানীয় জনগনও তাদের সাথে সড়ক সংস্কারে কাজ করছে। ওই সড়কের বাসিন্দা রহমত আলী সোহাগ বলেন, ভোলা সদর উপজেলার ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের ইলিশাবাজার গোডাউন সংলগ্ন রাস্তার পশ্চিম পাশে ‘হাওলাদার সড়ক’ (কাচা রাস্তা) দীর্ঘ কয়েক বছর যাবৎ সংস্কার না হওয়ায় রাস্তাটি জরাজীর্ণ অবস্থায় জনগন চলাচল করছে। যার ফলে এই সড়কের পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুম আসলে ভোগান্তির মাত্রা আরও বেড়ে যায়। বিষয়টি পূর্ব ইলিশা যুব ফাউন্ডেশনের সভাপতি ও ইউনিয়ন আ’লীগের যুগ্ম সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ভাইকে জানালে তিনি রাস্তা সংস্কারে এগিয়ে আসেন। পূর্ব ইলিশা যুব ফাউন্ডেশনের সহযোগিতায় বর্তমানে রাস্তা সংস্কারের কাজ চলছে। এসময় এই রাস্তাটি পাকাকরণের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তিনি। ওই সড়কের পাশে বসবসাকারী একাধিক বাসিন্দা বলেন, দীর্ঘদিন ধরে হাওলাদার সড়কটি সংস্কার না হওয়ায় আমাদের চলাচল করতে ভোগান্তি পোহাতে হয়েছে। বর্তমানে পূর্ব ইলিশা যুব ফাউন্ডেশন সড়কটি সংস্কারে এগিয়ে এসেছে। এতে আমরা অত্যন্ত খুশি। রাস্তা সংস্কার করার জন্য আমরা পূর্ব ইলিশা যুব ফাউন্ডেশনের সভাপতি আনোয়ার হোসেন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। পূর্ব ইলিশা যুব ফাউন্ডেশনের আনোয়ার হোসেন বলেন, আমাদের সংগঠনের সদস্য রহমত আলী সোহাগ রাস্তার জরাজীর্ণতার কথা আমাকে জানায়। পরে আমি এই সড়কের পাশে বসবাসকারী জনগনের ভোগান্তির কথা চিন্তা করে রাস্তা সংস্কারে এগিয়ে আসি। বর্তমানে সড়কটি সংস্কার কাজ চলছে। পূর্ব ইলিশা যুব ফাউন্ডেশন ইতিপূর্বে রাস্তা সংস্কার, করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধের লক্ষ্যে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মাইকিং, জীবানুনাশক স্প্রে করা, জেলে উৎসব সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সকলের সহযোগীতায় জনগনের সেবায় এই সংগঠন ভবিষ্যতেও কাজ করে যাবে।

LEAVE A REPLY